Header Ads

Header ADS

প্রিজাইডিং কর্মকর্তার মৃত্যু

কখন কোন সময় কোন মানুষের মৃত্যু হয় কেউ বলতে পারে না।মৃত্যু কারও  কাছে বলে আশে না।



ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে দায়িত্ব পালনকালে এক সহকারী প্রিজাইডিং কর্মকর্তার মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে সিটি করপোরেশনের ৭৪ নম্বর ওয়ার্ডের একটি কেন্দ্রে তার মৃত্যু হয়।
ডিএসসিসির রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মন্ডল জানান, ওই কর্মকর্তা আগে থেকেই অসুস্থ ছিলেন। ভোটকেন্দ্রে তার স্বাভাবিক মৃত্যু হয়।
ডিএমপির সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস ফকির জানান, দায়িত্ব পালনের সময় সহকারী প্রিজাইডিং কর্মকর্তা অসুস্থতা বোধ করেন। তাৎক্ষণিক মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
এদিকে বৃহস্পতিবার ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের কয়েকটি ওয়ার্ডে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ভোট হচ্ছে উত্তরের মেয়র পদে উপ-নির্বাচনেরও। ভোট চলবে সকাল ৮টা থেকে বিকেলে ৪টা পর্যন্ত।

No comments

Powered by Blogger.