সফটওয়্যার ছারা যে কোনো ফইল হাইড করুন
হ্যালো পাঠক'স
আজকে আপনাদের সাথে কথা হবে ফাইল হাইড করা নিয়ে। আমাদের প্রায় সবার ফোনে কোনো না কোনো ব্যাক্তিগত ফাইল থাকে যা আমরা অন্যদের কাছ থেকে লুকিয়ে রাখতে চাই। মাঝে মাঝে কিছু সফটওয়্যার ডাউনলোড করে ফাইলগুলো হাইড করতে চাই এবং করেও ফেলি। কিন্তু আপনার কিছু কিছু বজ্জাত ফ্রেন্ডদের জন্য এ সফটওয়্যারগুলোর ব্যবসা লাটে উঠছে কারণ তারা এসব সফটওয়্যার হ্যাক করে হোক অথবা লুকিয়ে আপনার পাসওয়ার্ড দেখে হোক বা সফটওয়্যারটি আনইনস্টল করে হোক যেভাবে সম্ভব তারা আপনার হিডেন ফাইলগুলো দেখেই ফেলে। But বস এখন বাংলালিংকের এডের মতো নো চিন্তা ডু ফুর্তি গান গাইতে থাকুন।
কারণ আজকে আমার বনধু সিয়াম আপনাদের শেখাবে কিভাবে কোনো সফটওয়্যার ছাড়াই আপনি আপনার ফোনের যেকোনো ফাইল হাইড করতে পারবেন। আশা করি ভিডিওটি দেখে আপনাদের প্রেমিকার ছবিটি আপনার বজ্জাত ফ্রেন্ড-এর চোখের দুষ্ট চাহনি এবং মুখের ভাবি ডাক থেকে রেহাই পাবে।
click hare for videos
click hare for videos
No comments