Header Ads

Header ADS

Bangla Recipe



আজকের লেখাটা একটু আলাদা
আজকের লেখাটা খাবার দাবার নিযে 
তো চলুন শুরু কার যাকঃ-

 আজকে মুরগির রোস্ট বানানো শিখাব।




উপকরনঃ-
মুরগি- ১ কেজি
তেল- ১/৪ কাপ
গোলমরিচ গুঁড়া- ১ চা চামচ
আদা বাটা- ১ টেবিল চামচ

পোস্তদানা বাটা অথবা কাজু বাদাম- ১ টেবিল চামচ
পেঁয়াজ বেরেস্তা- প্রয়োজন মতো
জর্দার রং- ১ চিমটি
রসুন বাটা- ১ চা চামচ
দারুচিনি- ১ টুকরা
টমেটো সস- ১ টেবিল চামচ
পেঁয়াজ বাটা- ২ টেবিল চামচ


তেজপাতা- ১টি

লবণ- স্বাদ মতো
কাঁচামরিচ- কয়েকটি
লবঙ্গ- ৩টি

টক দই- আধা কাপের কম 

এলাচ- ১টি

গাওয়া ঘি- ১ চা চামচ

কেওড়া জল- ১ টেবিল চামচ

চিনি- ১ চা চামচ

 দুধ- আধা কাপ

স্তুত প্রণালি
রোস্টের মসলা তৈরির সব উপকরণ একসঙ্গে ব্লেন্ডারে গুঁড়া করে নিন। ভাজার দরকার নেই গুঁড়া করার আগে। এখান থেকে ১ চা চামচ মসলা ব্যবহার করতে হবে রোস্ট তৈরির জন্য। পোস্তদানা ভাজার আগে পানিতে ভিজিয়ে রাখতে হবে কিছুক্ষণ। এই উপকরণটি হাতের কাছে না থাকলে কাজু বাদাম বাটা ব্যবহার করতে পারেন।





১ কেজি ওজনের মুরগি চার টুকরা করে কেটে নিন। ভালো করে ধুয়ে কিচেন টাওয়েল দিয়ে ভালো করে মুছে নিন রোস্টের টুকরা। সামান্য লবণ ও জর্দার রং একসঙ্গে মিশিয়ে মাংসের টুকরা মেখে নিন। কিছুক্ষণ পর তেল গরম করে সোনালি করে ভেজে নিন মাংস। দেশি মুরগি হলে কm সময় ভাজতে হবে। পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, লবণ, গোলমরিচ গুঁড়া, তেজপাতা, এলাচ, দারুচিনি, লবঙ্গ, টমেটো সস ও  টক দই একসঙ্গে মিশিয়ে নিন। পেঁয়াজ বেরেস্তার তেল ও রোস্ট ভাজার তেল একসঙ্গে মিশিয়ে নিন। দুই তেলের মিশ্রণে মসলা মিশ্রণটি দিয়ে কষিয়ে নিন ভালো করে। মাঝারি আঁচে কষাবেন। একটি একটি করে ভেজে রাখা রোস্টের টুকরা দিয়ে আরও কয়েক মিনিট কষান। সামান্য পানি দিয়ে প্যান ঢেকে রাখুন ১০ মিনিট।





এরমধ্যে দুধের সঙ্গে ১ চা চামচ পোস্তবাটা মিশিয়ে প্যানে দিয়ে দিন। চিনি ও কাঁচামরিচ দিয়ে নেড়ে দিন। আরও ১০ মিনিট ঢেকে রাখুন প্যান। চুলার জ্বাল একদম কমিয়ে দিন। কেওড়া জল ও ঘি দিয়ে নেড়ে ঢেকে দিন। ৫ মিনিট পর নামিয়ে পরিবেশন করুন গরম পোলাওয়ের সঙ্গে।


রেসিপি: আয়েশা সিদ্দিকা





No comments

Powered by Blogger.