motivational speech(একাধারে ১৩ বছর যাবৎ তিনি পৃথিবীর সর্বোচ্চ ধনী ব্যক্তি)
বিল গেটস্ |
পরিশ্রমি মানুষের মধ্যে বিল গেটস্ এর নাম সবার আগে আসে। তিনি 28 অক্টবর 199, ওয়াশিংটনে জন্ম গ্রহন করে। তাঁর পিতার নাম উইলিয়াম হেন্রী গেটস সিনিয়র, যিনি একজন প্রসিদ্ধ আইনজীবী (অবসরপ্রাপ্ত)। মাতার নাম মেরি ম্যাক্সয়েল গেটস। গেটসের ক্রিস্টিয়েন নামে এক বড় বোন আর লিব্বি নামের এক ছোট বোন আছে। শৈশবে বাবা-মা তাঁকে আইনজীবী বানাতে চেয়েছিলেন।১৩ বছর বয়সে তিনি লেকসাইড স্কুলে ভর্তি হন।এখান থেকে ১৯৭৩ সালে পাশ করেন। তিনি স্যাট পরীক্ষায় ১৬০০ এর মধ্যে ১৫৯০ পান এবং ১৯৭৩ এর শরতে হার্ভার্ড কলেজে ভর্তি হন।
No comments