Header Ads

Header ADS

motivational speech(একাধারে ১৩ বছর যাবৎ তিনি পৃথিবীর সর্বোচ্চ ধনী ব্যক্তি)




সৃষ্টির সেরা জীব মানুষ। এই পৃথীবিতে 18000 মাখলুকাত(প্রাণী) রয়েছে।  এর মধ্যে মানুষ সর্ব উপরে। সৃষ্টির সেরা জীব হিসেবে মানুষ কিছু দায়িত্ব  রয়েছে। এক মাত্র মানুষ এরই বুদ্ধি বিবেচনা রয়েছে। মানুষ যদি সময়ের সদ্যব্যবহার না করতে পারে তাহলে সময়ের সাথে তাল মিলিয়ে চলতে পারবে না।  নিজের ভাগ্যের চাবিকাঠি পরিবর্তন করতে হলে পরিশ্রম করতে হবে। একমাত্র নিজের পরিশ্রমের মাধ্যমে নিজের ভাগ্য নিজে পরিবর্তন করা যায়।

বিল গেটস্

পরিশ্রমি মানুষের মধ্যে বিল গেটস্ এর নাম সবার আগে আসে। তিনি 28 অক্টবর 199, ওয়াশিংটনে জন্ম গ্রহন করে। তাঁর পিতার নাম উইলিয়াম হেন্‌রী গেটস সিনিয়র, যিনি একজন প্রসিদ্ধ আইনজীবী (অবসরপ্রাপ্ত)। মাতার নাম মেরি ম্যাক্সয়েল গেটস। গেটসের ক্রিস্টিয়েন নামে এক বড় বোন আর লিব্বি নামের এক ছোট বোন আছে। শৈশবে বাবা-মা তাঁকে আইনজীবী বানাতে চেয়েছিলেন।১৩ বছর বয়সে তিনি লেকসাইড স্কুলে ভর্তি হন।এখান থেকে ১৯৭৩ সালে পাশ করেন। তিনি স্যাট পরীক্ষায় ১৬০০ এর মধ্যে ১৫৯০ পান এবং ১৯৭৩ এর শরতে হার্ভার্ড কলেজে ভর্তি হন।

”””একাধারে ১৩ বছর যাবৎ তিনি পৃথিবীর সর্বোচ্চ ধনী ব্যক্তি ছিলেন”””


No comments

Powered by Blogger.